T20:রোমাঞ্চকর জয় রাজারবাগ পি.সি-র উদয়পুরে টি-২০, পিছিয়ে রিক্রিয়েশন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই।। রোমাঞ্চকর জয় পেয়েছে রাজারবাগ প্লে সেন্টার। পরপর দুই ম্যাচে হেরে অনেকটাই পিছিয়ে রিক্রিয়েশন সেন্টার। সহজ ম্যাচকে কঠিন করে জিতলো সদ্য সিনিয়র ক্রিকেটে মহকুমার সেরা দল রাজারবাগ প্লে সেন্টার। পরাজিত করলো রিক্রিয়েশন সেন্টারকে। উদয়পুর ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র টি-‌২০ ক্রিকেটে। জামজুরি মাঠে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ ম্যাচে রাজারবাগ প্লে সেন্টার  ১ উইকেটে পরাজিত করলো রিক্রিয়েশন সেন্টারকে। পর পর দুই ম্যাচে পরাজিত হয়ে আসর থেকে অনেকটাই ছিটকে গেলো রিক্রিয়েশন সেন্টার। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে রিক্রিয়েশন সেন্টার ৮১ রান করতে সক্ষম হয়। রাজারবাগ প্লে সেন্টারের বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ের সামনে তেমনভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি রিক্রিয়েশন সেন্টারের ব্যাটসম্যান-‌রা। দলের পক্ষে আনোয়ার হুসেন ১৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯, সায়ন সাহা ৪৬ বল খেলে ১৮, সমীর শুক্স দাস ২০ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ এবং সিদ্ধেশ্বর শীল ১৩ বল খেলে ১০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১১ রান। রাজারবাগ প্লে সেন্টারের পক্ষে কাশেম মিঁয়া (‌৩/‌১৩) এবং দেবব্রত পাল (‌২/‌১৬) সফল বোলার। এছাড়া, রানা দত্ত পেয়েছে একটি উইকেট। জবাবে খেলতে নেমে রিক্রিয়েশনের সানু দাসের (‌৩/‌১৫) দুরন্ত বোলিংয়ে চাপে পড়ে যায় রাজারবাগ দল। শেষ পর্যন্ত ৭ বল বাকি থাকতে ৯ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে সৌরভ দাস ৩৪ বল খেলে ১৯ (‌অপ:‌), রাণা দত্ত ১৮ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৩, কৃতিদীপ্ত দাস ১২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ এবং বাপ্পা দাস ২০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। রিক্রিয়েশন সেন্টারের পক্ষে সানু ছাড়া সিদ্ধেশ্বর শীল (‌২/‌২৩) সফল বোলার।‌ ‌‌‌‌ দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি স্বরূপ বিজয়ী রাজারবাগের কাশেম মিয়া ম্যান অফ দ্য ম্যাচের খেতাব পেয়েছে। দিনের খেলা: কিল্লা বরক কোচিং সেন্টার বনাম বিবেক সংঘ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *