সোনিয়াকে প্রায় দু’ঘন্টা জেরা ইডি-র, কংগ্রেসের বিক্ষোভ-আন্দোলনে উত্তাল রাজধানী

নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র নিয়ে আর্থিক দুর্নীতির মামলায় বৃহস্পতিবার এনফোর্সমেন্ট নির্দেশালয় (ইডি)-এর দফতরে হাজির দিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। বৃহস্পতিবার মেয়েকে সঙ্গে নিয়ে নতুন দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা দেন সোনিয়া। কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী এদিন ইডি-র দফতরে হাজিরা দেওয়ার প্রাক্কালে, তাঁর বাড়িতে যান মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। মেয়েকে সঙ্গে নিয়েই ইডি-র দফতরে পৌঁছন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী। সোনিয়াকে দুপুর ১২.৩০ মিনিট থেকে জেরা করা হয় বলে জানা গিয়েছে, এরপর দুপুরের পর ইডি-র দফতর থেকে বেরিয়ে যেতে দেখা যায় কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রীকে, প্রায় দু’ঘন্টা তাঁকে জেরা করা হয়েছে বলে ইডি সূত্রের খবর। সূত্রের খবর, একজন মহিলা অতিরিক্ত ডিরেক্টরের নেতৃত্বে পাঁচজন অফিসার এদিন সোনিয়াকে জেরা করেছেন।

এদিকে, কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে এনফোর্সমেন্ট নির্দেশালয় (ইডি)-এর সমনের প্রতিবাদে দিল্লি-সহ গোটা দেশজুড়ে বিক্ষোভ দেখালেন কংগ্রেস নেতা ও কর্মীরা। দলের অন্তর্বর্তী সভানেত্রীকে ইডি-র জেরার বিরুদ্ধে রীতিমতো গর্জে উঠল কংগ্রেস। শক্ত হাতে পরিস্থিতি সামালও দিয়েছে দিল্লি পুলিশ। আটক করা হয়েছে মল্লিকার্জুন খাড়গে, পি চিদম্বরম, অজয় মাকেন, শশী থারুর-সহ বহু কংগ্রেস সংসদ ও নেতাকে। দিল্লিতে বিক্ষোভ প্রদর্শনের সময় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কংগ্রেস নেতা সচিন পাইলট, অধীর রঞ্জন চৌধরীকেও আটক করেছে দিল্লি পুলিশ। অগ্নিগর্ভ হয়ে ওঠে বেঙ্গালুরু। সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয় গাড়িতে। মহারাষ্ট্র, কর্ণাটক, ছত্তিশগড়, রাজস্থান, জম্মু-কাশ্মীর, তামিলনাড়ু, অসম প্রভৃতি রাজ্যে কংগ্রেস নেতা-কর্মীরা বিক্ষোভ দেখান। দিল্লিতে কংগ্রেস কর্মীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ।