আগরতলা, ২১ জুলাই : অল ইন্ডিয়া ব্যাংক অফিসার ফেডারেশনের পক্ষ থেকে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও স্লোগানকে সামনে রেখে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার। ব্যাংকে বেসরকারিকরণ করার বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে প্রত্যেকটি জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। এদিন সিপাহীজলা জেলা এবং গোমতী জেলায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৯৬৯ সালের ১৯ জুলাই তৎকালীন কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১৪ টি বেসরকারি মালিকানাধীন ব্যাংকের সরকারীকরণ করা হয়েছিল। কিন্তু পুনরায় বর্তমানে ব্যাংকগুলিকে বেসরকারি হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার সহ কেন্দ্রীয় সরকার। যার তীব্র বিরোধিতা করছে সংগঠন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সারা ভারতবর্ষ ব্যাপী সংযুক্ত ব্যাংক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। রাজ্যেও জেলা ও মহাকুমাস্তরে এই আন্দোলন সংঘটিত করা হচ্ছে বলে জানিয়েছেন সারা ভারত সংযুক্ত ব্যাংক কর্মচারী ইউনিয়নের রাজ্য সম্পাদক সঞ্জয় দত্ত। এরই পরিপ্রেক্ষিতে পূর্ব ঘোষণা অনুযায়ী এদিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।