School:রাজার দিঘির পার স্কুলের বেহাল অবস্থা, হেলদোল নেই কর্তৃপক্ষের

আগরতলা, ২১ জুলাই৷৷ ঊনকোটি জেলার কৈলাশহরের মাগুর উলি গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডে রাজার দিঘিরপার জুনিয়র বেসিক স্কুলটি  দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় জর্জরিত৷ স্কুলের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেনা কর্তৃপক্ষ৷ তাতে ছাত্র-ছাত্রী ও অভিভাবক মহলে ক্ষোভ বিরাজ করছে৷ 

কৈলাশহরের  মাগুর উলি গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডে রাজার দিঘিরপার জুনিয়র বেসিক স্কুলের বেহাল অবস্থা৷ স্কুলে ৪৫ জন ছাএ৷ তিন জন শিক্ষক৷ দুইটি রুমে ৫ টি ক্লাস চলছে৷ এই তিনজন শিক্ষকের মধ্যে একজন শিক্ষক ছুটিতে আছেন৷ স্কুলে জলের অবস্থা দেখলে মনে হবে এ যেন  আয়রন জলের মধ্যে৷ রাজার দিঘির পাড় স্কুলের রুম এবং অফিস রুম আবর্জনা দেখলে মনে হয় অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে আছে স্কুল৷ স্কুলের নেই বাউন্ডারি ওয়াল৷ স্কুলের দুই দিকে বড় বড় জলাশয়৷ 

যে কোন সময় বড় ধরনের বিপত্তি ঘটতে পারে বলে মনে করছেন এলাকাবাসী৷ স্কুলের কিছু ছাত্রকে পড়াশুনার কথা জিজ্ঞাসা করলে বলে পড়াশুনা  সঠিকভাবে হচ্ছে না৷ রাজার দিঘির পাড় এই স্কুলের করুন অবস্থা৷ খবর শুনে দেখতে যান ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক যুবেল আহমেদ খান, কৈলাসের ব্লক যুব কংগ্রেস সভাপতি শাহাজান মিয়া তারেক এবং ব্লক যুব কংগ্রেস সম্পাদক মিনার আলী সহ যুব কংগ্রেস প্রতিনিধি দল৷

রাজার দিঘিরপার জুনিয়র বেসিক স্কুলের এই অবস্থা সম্পর্কে প্রধান শিক্ষককে জিজ্ঞেস করলে তিনি অনিয়মের কথা অকপটে স্বীকার করেন৷ রাজা দিঘির পাড় জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক হাছিব আলী প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন৷ অবিলম্বে স্কুলের সমস্যা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য জোরালো দাবি জানানো হয়েছে৷ অন্যতায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *