লখনউ, ২১ জুলাই (হি.স.): প্রকৃতির রোষে বড় প্রাণহানির ঘটনা ঘটল উত্তর প্রদেশে। উত্তর প্রদেশের ১০টি জেলায় বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন ১৪ জন। এছাড়াও কমপক্ষ ১৬ জন আহত হয়েছেন। প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবারের বজ্রাঘাতে মৃতদের পরিজনকে ৪ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছে উত্তর প্রদেশ সরকার।
প্রশাসন সূত্রের খবর, উত্তর প্রদেশের বান্দা জেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে, ফতেহপুরে দু’জনের মৃত্যু হয়েছে, বলরামপুর, চান্দাউলি, বুলন্দশহর, রায়বেরেলি, আমেঠি, কৌশাম্বি, সুলতানপুর ও চিত্রকূটে একজন করে প্রাণ হানিয়েছেন। আহত অবস্থায় ১৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। বৃষ্টির মধ্যেই বুধবার উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে।