ষোড়শ রাষ্ট্রপতি ভোটের গণনা শুরু, ফল জানার অপেক্ষায় গোটা দেশ

নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): এনডিএ জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু নাকি বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা, কে হতে চলেছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি তা জানা জানা যাবে বৃহস্পতিবারই। বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে শুরু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগণনা প্রক্রিয়া। গত সোমবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হয়েছে, এ বার ফলাফল ঘোষণার অপেক্ষা। এবারের রাষ্ট্রপতি নির্বাচনে লড়াই ছিল এনডিএ-র প্রার্থী দ্রৌপদী মুর্মু বনাম বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার মধ্যে। গত সোমবার দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট দেন দেশের সাংসদ, বিধায়কেরা।

নির্বাচনে জেতার জন্য প্রার্থীকে পাঁচ লক্ষ ৪৩ হাজার ২১৬টি ভোট পেতে হবে। রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার দিকেই এখন নজর দেশবাসীর। ২৫ জুলাই শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। রাজনৈতিক মহলের মতে, এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি পদে জয়লাভ এখন শুধুই সময়ের অপেক্ষা। বিদায়ী প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের উত্তরসূরি কে হবেন, তা জানার অপেক্ষায় এখন গোটা দেশ। ষোড়শ রাষ্ট্রপতি ভোটে বিজয়ী প্রার্থী হবেন দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *