Pm Modi: বর্তমান সময় ভারতীয় ক্রীড়া ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কালখন্ড : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.): কোনও রকম চাপ না নিয়ে, সম্পূর্ণ শক্তি দিয়ে খেলুন। ২০২২-এর কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সঙ্গে আলাপচারিতায় এভাবেই আত্মবিশ্বাস যোগালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, “আপনাদের আমি আশ্বাস দিচ্ছি, আপনারা যখন ফিরে আসবেন, আমরা অবশ্যই একসঙ্গে আপনাদের বিজয় উদযাপন করব। বর্তমান এই সময় ভারতীয় ক্রীড়া ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। খেলোয়াড়দের মনোভাবও উচ্চাভিলাষী, প্রশিক্ষণও ভাল হচ্ছে এবং খেলার প্রতি দেশের মনোভাবও দুর্দান্ত।” বুধবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২২-এর কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সঙ্গে কথা বলেছেন। খেলোয়াড়দের পাশাপাশি তাঁদের কোচেদের সঙ্গেও আলাপচারিতায় তিনি অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরও। বড় প্রতিযোগিতার আগে খেলোয়াড়দের উৎসাহ দিতেই প্রধানমন্ত্রীর এই উদ্যোগ। টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিকের আগেও তিনি প্রতিযোগীদের সঙ্গে কথা বলেছিলেন।

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “আগামী ১০-১৫ দিনের মধ্যে ভারতের খেলোয়াড়দের নিজেদের দক্ষতা দেখানোর এবং বিশ্বে আধিপত্য দেখানোর একটি সুবর্ণ সুযোগ রয়েছে। আমি সকল খেলোয়াড়দের জন্য শুভকামনা জানাই। এবার সমস্ত খেলোয়াড়, আপনাদের কোচ, উদ্যমে পরিপূর্ণ। যাদের আগে থেকেই কমনওয়েলথ গেমসে খেলার অভিজ্ঞতা আছে, তাঁদের আবার নিজেদের প্রমাণ করার সুযোগ আছে।” প্রধানমন্ত্রীর কথায়, “আমি শুধু এটুকুই বলব, পূর্ণ শক্তি দিয়ে খেলবেন এবং কোন টেনশন ছাড়াই খেলবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *