রাজ্যে তাঁত শিল্পীদের বাড়তি রোজগার এখন বন্ধ হয়ে গেছে, অভিযোগ মানিক দে-র
আগরতলা, ২০ জুলাই : বুধবার সিআইটিইউ রাজ্য দপ্তরে অনুষ্ঠিত হয়েছে ত্রিপুরা তাঁত শিল্প শ্রমিক ইউনিয়নের ১৫ তম রাজ্য সম্মেলন। এদিনের এই রাজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সম্পাদক প্রাক্তন মন্ত্রী মানিক দে। তাঁর অভিযোগ, রাজ্যে তাঁত শিল্পীদের বাড়তি রোজগার এখন বন্ধ হয়ে গেছে।
এদিনের এই রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মানিক দে তাঁত শিল্প শ্রমিক ইউনিয়নের ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, বামফ্রন্ট সরকারের আমলে তাঁত শিল্পীরা এবং গ্রামের যারা বিভিন্ন শিল্পী রয়েছে তাদের বাড়তি উপার্জনের রাস্তা ছিল। তারা তাদের সেই মর্যাদাটুকু পেতেন। কিন্তু বর্তমান সময়ে গ্রামের তাঁত শিল্প থেকে শুরু করে প্রত্যেকের উপর আক্রমণ শুরু হয়েছে। হারিয়ে যেতে বসেছে পুরনো ঐতিহ্য গুলি।
তাঁর অভিযোগ, যারা শ্রমিক রয়েছেন তারা তাদের জিনিসের সঠিক মূল্য পাচ্ছেন না। যার ফলে তাদের জীবন জীবিকা ব্যাহত হচ্ছে। কেন্দ্রীয় সরকারের উদারীকরণ নীতির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত আজ তাঁত শিল্পীরা।