Congress :কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবীতে আর কে পুর থানায় কংগ্রেসের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ কংগ্রেস দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং পুলিশের হয়রানি বন্ধ করার দাবিতে গোমতী জেলা কংগ্রেসের পক্ষ থেকে স্থানীয় থানা এবং পুলিশ আধিকারিক এর কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ বেশ কিছুদিন ধরে উদয়পুর মহকুমায় মাতাবাড়ি এলাকায় কে বা কারা থানায় টেলিফোন বা মৌখিক ভাবে খবর দিচ্ছে বিভিন্ন স্থানে নেশা জাতীয় দ্রব্য রয়েছে৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিছুই পাচ্ছে না৷ আর পুলিশ যখন কোন বাড়িতে যায় তখন এলাকাবাসীর মনে নানা ধরনের প্রশ্ণ দেখা দেয়৷ এই মিথ্যা অভিযোগের কারণে বুধবার গোমতী জেলা কংগ্রেসের পক্ষ থেকে সৌমিত্র বিশ্বাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল রাধা কিশোর পুর থানায় গিয়ে ওসি বাবুল দাসের নিকট দেখা করে ডেপুটেশন প্রদান করেন৷ মিথ্যা অভিযোগে কাউকে হেনস্থা না করার জন্য দাবি জানান ও মাতা বাড়ির ঐতিহ্য বজায় রাখার জন্য দাবি করেন কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা৷ পাশাপাশি গত  মঙ্গলবার এআইসিসির সম্পাদিকা জারিতা লাইট ফ্রাং, প্রাক্তন বিধায়ক আশিষ সাহা সহ অন্যান্য কর্মীরা মঙ্গলবার বিকালে করবুক ব্লক কংগ্রেস সভাপতি বাড়িতে আসার পথে মাতাবাড়িতে বিশ্রাম করার সময় বিজেপি  হ্যামলেট বাহিনী দ্বারা হুমকির সমমুখীন হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয় রাধা কিশোর পুর থানার ওসি বাবুল দাসের নিকট৷ পাশাপাশি গোমতী জেলার পুলিশ সুপারের নিকট কংগ্রেসের প্রতিনিধি দল খুব শীঘ্রই মিলিত হবেন বলে জানান কংগ্রেস নেতা অভিজিৎ সরকার৷
অপরদিকে ২২ তারিখ কংগ্রেসের উদয়পুর কংগ্রেস ভবন এর সামনে গণবস্থানকে সফল করার জন্য কংগ্রেসের কর্মীদের শামিল হওয়ার আবেদন করেন৷