মুম্বই, ২০ জুলাই (হি.স.): বলিউড প্রযোজক প্রেরণা আরোরার নামে অর্থ তছরুপ মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার এই মামলায় তাঁকে হাজিরা দিতে বলেছিল ইডি, কিন্তু প্রযোজক প্রেরণা এখন মুম্বইয়ে নেই। তাই প্রেরণার হয়ে তাঁর আইনজীবী এদিন ইডি-র দফতরে যান এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে সময় চেয়েছেন প্রেরণার আইনজীবী। আবেদন মঞ্জুর হয়েছে কি-না, তা জানা যায়নি।
বলিউড প্রযোজক প্রেরণার নামে ৩১ কোটি টাকার অর্থ তছরুপ মামলা দায়ের করেছে ইডি। এই মামলায় বুধবারই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু, মুম্বইয়ে না থাকার কারণে এদিন তিনি হাজিরা দিতে পারেননি। প্রেরণার হয়ে ইডি-র দফতরে যান তাঁর আইনজীবী। চেয়েছেন অতিরিক্ত সময়।

