Pranajit Singha Roy:বেটি বাঁচাও-বেটি পড়াও প্রকল্পে সংবর্ধনা অনুষ্ঠান উদয়পুরে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২০ জুলাই৷৷  গোমতী জেলা শিক্ষা আধিকারিক ও গোমতী জেলা সমাজ শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে  ত্রিপুরা বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে  এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর রাজর্ষি কলা ক্ষেত্রে৷ সকাল  সাড়ে এগারোটায় রাজ্যের কৃষক ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন৷ সভায় সভাপতিত্ব করেন গোমতী জেলা পরিষদের শিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শুক্লা মজুমদার৷ উপস্থিত ছিলেন উদয়পুর পুরপরিষদের প্রাক্তন পুরপিতা শীতল চন্দ্র মজুমদার,  গোমতী জেলার অতিরিক্ত জেলা শাসক অরুণ  কুমার রায়,  গোমতী জেলা শিক্ষা আধিকারিক লক্ষণ দাস, গোমতী জেলা সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক বিজন চক্রবর্তী,  গোমতী জেলা শিক্ষা আধিকারিক দপ্তরের ও এস ডি ভিক্টর রিয়াং ও পঞ্চপদ ত্রিপুরা৷ অনুষ্ঠানে গোমতী জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০২২ টপার সহ অন্য দশজন করে মোট বাইশ জন ছাত্রীকে পুরসৃকত করা হয় এবং মানপত্র বিতরণ করা হয়৷ টপার দুজনকেই দশ হাজার টাকা করে চেকে প্রদান করা হয়৷ অন্য কুড়ি জনকে পাঁচ হাজার টাকা করে সম্মানিত ও উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে দেওয়া হয়৷ এছাড়া গোমতী  জেলার মোট আঠারোটি  বিদ্যালয়কে স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার দেওয়া হয়৷ এছাড়া গোমতী জেলা সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগ আঠাশজন বিভিন্ন  কোকারিকোলাম , স্পোটস, সামাজিক কাজ, মিউজিক, নৃত্য, যোগাসন সহ বিভিন্ন বিষয়ে এক হাজার টাকার চেক প্রদান করা হয়৷ অনুষ্ঠানে  হজাগিরি নৃত্য, যোগাসন, মগ নৃত্য, ককবরক নৃত্য ও যোগাসন প্রদর্শন করেন করবুক হাজাছড়ি বিদ্যালয়, লক্ষণ পাড়া উচ্চ বিদ্যালয় ও হরিপুর উচ্চ  বিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ রাজর্ষি কলা ক্ষেত্রের হল ছিলো উদয়পুরের বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীতে পরিপূর্ণ৷ অনুষ্ঠানে বক্তারা বেটি বাঁচাও বেটি পড়াও-এর গুরত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন৷ রাজ্যের কৃষক ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী  প্রণজিৎ সিংহ রায় রাজ্য ও কেন্দ্রীয়  সরকার কতৃর্ক মেয়ে ও মহিলাদের জন্য  গৃহীত পদক্ষেপ গুলো সম্পর্কে  বিস্তারিত তথ্য তুলে ধরেন৷ অনুষ্ঠানে সমাপ্তি  ভাষণ দেন গোমতী জেলা শিক্ষা আধিকারিক অফিসের ও এস ডি পঞ্চপদ ত্রিপুরা৷ গোমতী জেলা  বিদ্যালয় গুলোর মধ্যে উদয়পুর  চন্দ্রপুর  দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পুরস্কারের সংখ্যা  সকলকে  তাক লাগিয়ে দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *