আগরতলা, ২০ জুলাই : রাজধানী আগরতলার বুকে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে। শহরের জনবহুল এলাকা মঠচৌমুহনীতে চুরি হয়েছে। ওই এলাকায় একটি বাড়ির প্রত্যেক সদস্যকে ঘুমে রেখে স্বর্ণালংকার সহ ঘরের মূল্যবান আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে চোরের দল। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে আশপাশ এলাকায়।
স্মার্ট সিটি হিসেবেই পরিচিতি পেতে চলেছে রাজধানি আগরতলা। কিন্তু স্মার্ট সিটির নিরাপত্তা নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। মঠচৌমুহনী এলাকার কামারপুকুর পাড় সংলগ্ন পিনাকি মজুমদারের বাড়িতে মঙ্গলবার রাতে ঘটেছে চুরির ঘটনা। জানা যায়, প্রতিদিনকার মত মঙ্গলবার রাত প্রায় একটা নাগাদ পিনাকি মজুমদার এবং তাঁর পরিবারের প্রত্যেকে ঘুমিয়ে পড়েছিলেন। কিন্তু ভোর চারটা নাগাদ যখন ঘুম ভাঙ্গে তখন দেখতে পান বিছানার মশারি খোলা রয়েছে। তখনই কিছু একটা সন্দেহ করে পিনাকি মজুমদার ঘরের অন্যান্য জায়গায় গিয়ে দেখতে পান ঘরের যে আলমারিতে স্বর্ণালংকার ছিল তার বাইরেই স্বর্ণালংকারের বাক্স গুলি পড়ে আছে। তখনই তিনি বুঝতে পারেন ঘরে চোর হানা দিয়েছে।
কিন্তু কিভাবে সংঘটিত হলো এই চুরি কাণ্ড? তানিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিবারের সদস্যদের দাবি, চোরের দল হয়তোবা ঘুমের ওষুধি জাতীয় কিছু স্প্রে করে এই চুরি কান্ডটি সংঘটিত করেছে। না হলে ঘরে চোরের প্রবেশ সম্পর্কে অন্তত একজন টের পেতেন। ঘটনা সম্পর্কে ইতিমধ্যে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। এখন দেখার পুলিশ আদৌ চোরেদের টিকির নাগাল পায় কিনা? তবে শহরের বুকে এধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক জনমনে।