তিন দিনের বরাক সফরে বুধবার শিলচর আসছেন জলসম্পদ মন্ত্রী পীযূষ

শিলচর (অসম), ১৯ জুলাই (হি.স.) : তিনদিনের সরকারি সফরসূচি নিয়ে বরাক উপত্যকায় আসছেন রাজ্যের জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা। আগামীকাল বুধবার তিনি প্রথমে কাছাড়ের জেলা সদর শিলচর আসবনে। এর পর বরাক উপত্যকার আরও দুই জেলা হাইলাকান্দি ও করিমগঞ্জ সফর করবেন।

তিন দিনের সফরে জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা জেলার বন্যা কবলিত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন। দেখবেন বিভিন্ন এলাকায় নদীবাঁধের পরিস্থিতি। ভাঙা নদীবাঁধের সংস্কার ও নির্মাণকাজের খতিয়ান নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন মন্ত্রী। শুক্রবার ফের তাঁর গুয়াহাটি ফিরে যাওয়ার কথা, জানা গেছে সরকারি সূত্রে।