অসম, মেঘালয়, ত্ৰিপুরা এবং গোয়ায় ২১ জুলাইর বিশেষ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের

গুয়াহাটি, ১৯ জুলাই (হি.স.) : অসম, মেঘালয়, ত্ৰিপুরা এবং গোয়ায় আগামী ২১ জুলাই বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে তৃণমূল কংগ্রেস, জানিয়েছেন দলের অসম প্রদেশ সভাপতি রিপুন বরা।

আজ মঙ্গলবার এখানে রিপুন বরা জানান, দলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২১ জুলাই কলকাতায় ভিক্টোরিয়া হাউসের সামনে আয়োজিত অনুষ্ঠানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যেপাধ্যায় সহ দলের শীৰ্ষ নেতারা ভাষণ দেবেন। তাঁদের ভাষণ দেশের সব রাজ্য যেখানে দলের কার্যালয় আছে সেখানে এলইডি স্ক্রিনে সরাসরি প্ৰদৰ্শন করা হবে৷ এছাড়া অসম, ত্ৰিপুরা, মেঘালয় এবং গোয়ায় তৃণমূল কংগ্রেস শহিদ দিবস পালন করবে৷ মেঘালয়ের রাজধানী শিলঙের পুলিশবাজারে তৃণমূল কংগ্ৰেস নেতৃত্ব সভা অনুষ্ঠিত করবে বলে জানান তিনি।

রিপুন বরা জানান, করোনা পরিস্থিতিতে গত দুবছর গণ-সমাবেশ, শোভাযাত্রা সহ নানা কার্যক্রম পালন হয়নি৷ গত দুবছর তৃণমূল কংগ্ৰেস প্ৰায় ভাৰ্চুয়ালি ২১ জুলাই উদযাপন করেছিল৷ এবার শহিদ দিবসের মহাসমাবেশ পুরনো মেজাজে পালিত হবে৷ রিপুনের দাবি, তৃণমূল-সুপ্রিমো আগামী ২০২৪ সালে অনুষ্ঠেয় লোকসভা নিৰ্বাচনের জন্য একুশের মঞ্চ থেকে রণডঙ্কা বাজাবেন।

তিনি আরও বলেন, তৃণমূল কংগ্ৰেস বোঝাতে চাইছে, জাতীয় রাজনীতির প্রক্ষাপটে ২১ জুলাইয়ের সমাবেশ ও শোভাযাত্রা কতটা গুরুত্বপূৰ্ণ। তাই গতবারের মতো এবারও পশ্চিবঙ্গের বাইরে একাধিক স্থানে শহিদ সমাবেশ হবে৷ অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে প্ৰয়োজনীয় প্ৰস্তুতিও চলছে বলে জানান প্রদেশ সভাপতি বরা৷ বলেন, অসমে দলের শক্তি ইতিমধ্যে বেড়েছে৷ তৃণমূল কংগ্ৰেস এখন সৰ্বভারতীয় দল, দাবি করে রিপুন বলেন, দেশের কয়েকটি রাজ্যে পুরনিগম ও বিধানসভা নিৰ্বাচনে প্ৰতিদ্বন্দ্বিতা করেছে তাঁর দল৷ ভবিষ্যতেও তৃণমূল কয়েকটি রাজ্যে প্ৰাৰ্থী দেবে৷

অসম সম্পর্কে তৃণমূলের প্রদেশ সভাপতি রিপুন বরা বলেন এই রাজ্যের বিজেপি সরকার জনসাধারণের জীবন দুৰ্বিষহ করে তুলেছে৷ অসম থেকে বিজেপিকে উৎখাত করতে ২১ জুলাই ঐক্যবদ্ধভাবে শপথ নেবেন তাঁরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *