TMC:বিজেপির বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের

কলকাতা, ১৮ জুলাই (হি. স.) : বিজেপির পরিষদীয় দলের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ আনলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, বিজেপি বিধায়কেরা আদিবাসী সংস্কৃতির প্রতীক ‘পানচি’ পরে ভোট দিচ্ছেন। আবার তাঁদের পোলিং এজেন্টও ‘পানচি’ পরেছেন। এটা নিয়ম নয়। তাই এই কাজের জন্য নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে। এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা।

ঠিক কী এই পানচি?‌ বিজেপি বিধায়কদের প্রত্যেকেরই গলায় হলুদ রঙের উত্তরীয় পরা ছিল। জানা গেল, এগুলি আদিবাসী সংস্কৃতির প্রতীক। যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনে শাসকদল বিজেপির প্রার্থী দ্রৌপদী মুর্মু জনজাতির প্রতিনিধি, তাই তাঁকে প্রকাশ্যে সমর্থন জানাতে আদিবাসীদের ব্যবহৃত কাপড়ের উত্তরীয় গলায় পড়ে বিধানসভায় এসেছেন বিজেপির বিধায়কেরা। এনডিএ’‌র প্রার্থীকে সমর্থন জানাতে বিজেপি বিধায়কদের প্রত্যেকেরই গলাতেই ঝুলছে ওই সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উত্তরীয় পানচি। এদিন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেন ভোট দিতে। বিধানসভা ভবনে এসে প্রথমে গেলেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে।

বিজেপি শিবিরের অনেকেই বলেছিলেন জনজাতিদের প্রতিনিধি রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দিতে পারেন তৃণমূলের আদিবাসী বিধায়ক, সাংসদরা। সোমবার নির্বাচনের সকালে তৃণমূলের বীরবাহা হাঁসদা, জ্যেৎস্না মান্ডিরা জানিয়ে দিলেন, তাঁরা দ্রৌপদীকে সমর্থন করেন না। কারণ তিনি নিজেকে হিন্দু বলে দাবি করেছেন, আদিবাসীদের কোনও নির্দিষ্ট ধর্ম নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *