আগরতলা, ১৯ জুলাই (হি. স.) : ত্রিপুরায় ভিলেজ কমিটি নির্বাচন নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সম্পন্ন করার প্রস্তাব দিয়েছে উচ্চ আদালত। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দ্রজিত মোহান্তি এবং বিচারপতি এস জি চট্টোপাধ্যায়ের খন্ডপীঠ ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জনস্বার্থ মামলায় ওই রায় দিয়েছে।
আজ তিপরা মথা দলের মুখপাত্র এন্থনি দেববর্মা বলেন, ত্রিপুরায় ভিলেজ কমিটির মেয়াদ সমাপ্ত হলেও নির্বাচনের মধ্যে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে না। ত্রিপুরা সরকারকে এবিষয়ে বহুবার আবেদন জানানো হলেও, জনজাতিদের স্বার্থে নির্বাচনের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাই, উপায় না পেয়ে আদালতের দরজায় কড়া নাড়তে হয়েছে। ভিলেজ কমিটি নির্বাচনের জন্য জনস্বার্থ মামলার মধ্য দিয়ে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। তিনি বলেন, গত ১৩ জুলাই ওই মামলায় চূড়ান্ত শুনানি সম্পন্ন হয়েছে। উচ্চ আদালত চলতি বছরের নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ভিলেজ কমিটি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তাব দিয়েছে।
ভিলেজ কমিটি নির্বাচন সংক্রান্ত জনস্বার্থ মামলায় রায়ের প্রতিলিপি অনুযায়ী আবেদনকারী এবং বিবাদীপক্ষের আইনজীবীরা নানা যুক্তি তুলে ধরেছেন। বিদায়ী ভিলেজ কমিটির মেয়াদ ২০২১ সালের ৭ মার্চ সম্পূর্ণ হয়েছে। এরপর থেকে তত্বাবধায়ক প্রশাসক ভিলেজ কমিটি পরিচালনা করছে। মেয়াদ সমাপ্ত হওয়ার আগেই নির্বাচন সম্পন্ন করার নিয়ম রয়েছে। কিন্তু, ওই নির্বাচনে বিলম্ব দেখে উচ্চ আদালতে মামলা হয়েছে। ত্রিপুরা জনজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের অধীনে ভিলেজ কমিটির নির্বাচন রাজ্য নির্বাচন কমিশন পরিচালনা করে থাকে।
এদিন এন্থনি দেববর্মা অভিযোগ করেন, সঠিক সময়ে ভিলেজ কমিটির নির্বাচন সম্পন্ন না হওয়ায় টিটিএএডিসি জনজাতিদের জন্য উন্নয়নের প্রশ্নে বরাদ্দ অর্থ প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। স্বাভাবিকভাবে জনজাতিরাই উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে, শীঘ্রই ভিলেজ কমিটি নির্বাচন অবিলম্বে অনুষ্ঠিত করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। উচ্চ আদালত পর্যবেক্ষণে বলেছে, তাতে কোন সন্দেহ নেই যে ত্রিপুরা জনজাতি এলাকা স্ব-শাসিত জেলা (গ্রাম কমিটি প্রতিষ্ঠা) আইন, 1994 ধারা 20 এর অধীনে গ্রাম কমিটিগুলিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কার্যাবলী অর্পণ করেছে৷
ওই মামলায় বিবাদীপক্ষ একাধিক হলফনামায় ভিলেজ কমিটি নির্বাচন বিলম্বের কারণ আদালতে জানিয়েছে। রাজ্য নির্বাচন কমিশন হলফনামায় বলেছে, নতুন ভোটার তালিকা মেনে ভিলেজ কমিটির নির্বাচন সম্পন্ন করতে হবে। নতুন ভোটার তালিকা তৈরি করা সময়সাপেক্ষ কারণ এটিকে সাধারণ ভোটার তালিকা থেকে আলাদা করতে হবে। সাথে কমিশন যোগ করেছে, করোনার প্রকোপের ফলে নির্বাচন সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া নির্দিষ্ট সময়ে সম্পন্ন করা সম্ভব হয়নি। গত ১২ জুলাই সর্বশেষ হলফনামায় রাজ্য নির্বাচন কমিশন আদালতে জানিয়েছে, ভিলেজ কমিটি নির্বাচনে বিজ্ঞপ্তি জারির জন্য ২৬ অক্টোবর এবং নির্বাচনের জন্য ২৮ নভেম্বর সম্ভাব্য তারিখ স্থির করা হয়েছে। কারণ, দুর্গা পূজা এবং দীপাবলীর জন্য ওই সময়ে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়।
সমস্ত বিষয় পর্যবেক্ষণ করে উচ্চ আদালত নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ভিলেজ কমিটি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তাব দিয়েছে।