অগ্নিপথ নিয়ে বিরোধীদের যুক্তি খন্ডন করলেন রাজনাথ, বললেন সবটাই গুজব

নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.): অগ্নিপথ প্রকল্পে নিয়োগের জন্য জাত ও ধর্মের শংসাপত্র চাওয়া হচ্ছে, এমনই অভিযোগ তুলেছে বিরোধীরা। এদিন সংসদ চত্বরে সাংবাদিকদের সামনে বিরোধীদের তোলা এহেন অভিযোগকে নস্যাৎ করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, “এটা একটা গুজব মাত্র। প্রাক্-স্বাধীনতা যুগ থেকে প্রচলিত ব্যবস্থাই এখনও চলছে। কোনও রকম পরিবর্তন করা হয়নি। পুরোনো ব্যবস্থা বলবৎ আছে।”

উল্লেখ্য, অগ্নিপথ প্রকল্প নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে বিরোধীরা। দাবি করা হচ্ছে, ভারতের ইতিহাসে এই প্রথম বার সেনায় নিয়োগে প্রার্থীদের জাতির নাম উল্লেখ করতে হচ্ছে! এই বিতর্কের প্রেক্ষিতে ইতিমধ্যেই ভারতীয় সেনা সূত্রে জানানো হয়েছে, অগ্নিবীরদের নিয়োগে নতুন কোনও পদ্ধতি অনুসরণ করা হচ্ছে না। এত দিন যে ভাবে সেনায় নিয়োগ প্রক্রিয়া চলত, এ বারও তা-ই হচ্ছে।

এবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “এটা একটা গুজব মাত্র। প্রাক্-স্বাধীনতা যুগ থেকে প্রচলিত ব্যবস্থাই এখনও চলছে। কোনও রকম পরিবর্তন করা হয়নি। পুরোনো ব্যবস্থা বলবৎ আছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *