নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.): প্রত্যাশিতই ছিল, আর তাই হল। বাদল অধিবেশনের দ্বিতীয় দিনও মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধি ইস্যুতে বিক্ষোভ দেখালেন বিরোধীরা। মঙ্গলবার সকালে সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্লোগান দিতে থাকেন বিরোধী দলের সাংসদরা। বিরোধীদের সেই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা।
কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে এদিন বলেছেন, “বিরোধী দলগুলি মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং কিছু প্রয়োজনীয় পণ্যের জিএসটি হার বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করতে একত্রিত হয়েছে। আমরা এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।” সংসদের বাইরেই নয়, এদিন লোকসভাতেও মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখান বিরোধীরা। তুমুল হইহট্টগোলের কারণে দুপুর দু’টো অবধি লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।