শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত ভারতের সেনাপ্রধানের, বিভিন্ন বিষয়ে উভয়ের মধ্যে মত বিনিময়

ঢাকা, ১৯ জুলাই (হি.স.): ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকায়, তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পাশাপাশি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে সশস্ত্র বাহিনীর যুদ্ধ কোর্সের ছাত্র এবং অফিসারদের জন্য ‘ভারতের নিরাপত্তা দৃষ্টিকোণ’ বিষয়ে বক্তৃতা দেন তিনি।

এছাড়াও তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অ্যান্ড অপারেশন ট্রেনিং (বিপসট)-এর সদস্যদের সঙ্গেও পরিদর্শন ও মতবিনিময় করেন, যা রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন শান্তি অভিযানের জন্য বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশিক্ষণের একটি প্রধান প্রতিষ্ঠান। চার দিনের সরকারি সফরে বাংলাদেশে রয়েছেন সেনাপ্রধান। এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নানা বিষয়ে তাঁর কথা হয়েছে।