নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.): কেন্দ্রের অগ্নিপথ নিয়োগ প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। এই প্রকল্পের বিরুদ্ধে দায়ের করা আবেদনের শুনানি হবে দিল্লি হাইকোর্টে, মঙ্গলবার অগ্নিপথ সংক্রান্ত মামলার শুনানিতে এমনই নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। অগ্নিপথের বিরুদ্ধে আবেদনগুলি দিল্লি হাইকোর্টে ট্রান্সফার করার জন্য রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্ট অগ্নিপথ নিয়োগ প্রকল্পকে চ্যালেঞ্জ জানিয়ে দাখিল করা সমস্ত আবেদন দিল্লি হাইকোর্টে পাঠাতে বলেছে। শীর্ষ আদালত মঙ্গলবার এই নির্দেশ দিয়ে বলে, যেভাবে এই মামলায় আবেদনের সংখ্যা ক্রমশঃ বেড়েই চলেছে, তা যুক্তিযুক্ত অথবা বাঞ্ছনীয় নয়। সর্বোচ্চ আদালত এও বলেছে, হাইকোর্টেই মামলার শুনানি হোক, নাকি তা দীর্ঘদিন বকেয়া পড়ে থাক আবেদনকারীরা কোনটা চান, দিল্লি হাইকোর্টকেই তা তাদের কাছে জানতে চাইতে হবে।