জম্মু, ১৮ জুলাই ( হি.স.) : অমরনাথ যাত্রায় এ পর্যন্ত ১.৮৩ লক্ষেরও বেশি ভক্ত ভগবান শিবকে পবিত্র গুহায় পরিদর্শন করেছেন। সোমবার জম্মুর বেস ক্যাম্প থেকে ৫,৬৪৯ তীর্থযাত্রীর আরেকটি দল উপত্যকার উদ্দেশ্যে রওনা হয়েছে।
সোমবার ৫,৬৪৯ তীর্থযাত্রীর আরেকটি দল জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে বালতাল এবং পাহেলগামের নুনওয়ানের উদ্দেশ্যে রওনা হয়েছে।এর মধ্যে ৩,০৯১ তীর্থযাত্রী পহেলগামের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন এবং ২,৫৫৮ তীর্থযাত্রী বালতালের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
এ পর্যন্ত ১,৮৩,৮১১ ভক্ত পবিত্র গুহায় শিব দর্শন করেছেন। রবিবার অমরনাথ গুহায় রেকর্ড সংখ্যক ১৮,৯৭২ জন ভক্ত দর্শন করেছিলেন। তীর্থযাত্রীদের জন্য উভয় রুটে হেলিকপ্টার পরিষেবাও রয়েছে। অমরনাথ যাত্রা ৩০ জুন শুরু হয়েছিল এবং ১১ আগস্ট শ্রাবণ পূর্ণিমায় শেষ হবে।