রাজ্যসভায় প্রয়াতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা, মূল্যস্ফীতি-সহ নানা ইস্যুতে ক্ষোভ বিরোধীদের

নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন সোমবার প্রয়াতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায়। প্রয়াতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন রাজ্যসভায় নীরবতা পালন করা হয়। পরে অধিবেশন শুরু হলে মূলস্ফীতি ও জিএসটি হার বৃদ্ধি নিয়ে বিরোধী সাংসদরা রাজ্যসভায় ক্ষোভ প্রদর্শন করেন। ওয়েলে নেমে বিক্ষোভও দেখান তাঁরা। এরপর রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতুবি করে দেওয়া হয়।

সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন, এদিন অধিবেশন শুরু হওয়ার পর প্রয়াতদের স্মরণ করেন রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে, সংযুক্ত আরব আমিরশাহির প্রাক্তন রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান, কিংবদন্তি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ পণ্ডিত শিবকুমার শর্মা এবং অন্যান্যদের প্রতি শ্রদ্ধা জানান চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু। নীরবতা পালন করা কিছু সময়। এরপরই মূলস্ফীতি ও জিএসটি হার বৃদ্ধি নিয়ে বিরোধী সাংসদরা রাজ্যসভায় ক্ষোভ প্রদর্শন করেন। ফলে রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতুবি করে দেওয়া হয়। এদিকে, সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নবনির্বাচিত সাংসদরা রাজ্যসভার সদস্য হিসাবে শপথ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *