নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): কোভিড টিকাকরণ অভিযানের আওতায় ২০০.০৪-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে ভারতে। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন মাত্র ৪ লক্ষ ৪৬ হাজার ৬৭১ জন প্রাপক, ফলে ভারতে সোমবার সকাল আটটা পর্যন্ত ২,০০,০৪,৬১,০৯৫ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৭ জুলাই সারা দিনে ভারতে ২,৬১,৪৭০ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৮৬,৯৬,৮৭,১০২-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ২,৬১,৪৭০ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬,৯৩৫ জন।