মধ্যপ্রদেশে সেতুর রেলিং ভেঙে নর্মদা নদীতে পড়ল বাস; মৃত ১২, আহত কমপক্ষে ১৫ জন

ধার (মধ্যপ্রদেশ), ১৮ জুলাই (হি. স.) : মধ্যপ্রদেশের ধার জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নর্মদা নদীতে পড়ে গেল মহারাষ্ট্র রাজ্য পরিবহন নিগমের একটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১২ জন যাত্রীর এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। মহারাষ্ট্রের মন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, মহারাষ্ট্র রাজ্য পরিবহন নিগমের ওই বাসটি ইন্দোর থেকে মহারাষ্ট্রের পুণে-তে যাচ্ছিল, সোমবার সকালে ধার জেলায় খলঘাট সঞ্জয় সেতু থেকে নর্মদা নদীতে পড়ে যায় বাসটি। সকাল পৌনে দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসে শিশু ও মহিলা-সহ কমপক্ষে ৫০ জন যাত্রী ছিলেন। ক্রেনের সাহায্যে নর্মদা নদী থেকে তোলা হয় বাসটিকে, মৃত্যু হয়েছে ১২ জনের ও ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুল দিক থেকে আসা একটি গাড়িকে বাঁচাতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। সেতুর রেলিং ভেঙে প্রায় ২৫ ফুট নীচে পড়ে যায় বাসটি। পুলিশ আরও জানিয়েছে, মহারাষ্ট্র রাজ্য পরিবহন নিগমের ওই বাসটি ইন্দোর থেকে মহারাষ্ট্রের পুণে-তে যাচ্ছিল, একটি গাড়িকে বাঁচাতে গিয়ে খলঘাট সঞ্জয় সেতু থেকে নর্মদা নদীতে পড়ে যায় বাসটি।ভয়াবহ এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। হতাহতদের পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি। দুঃখপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা কমলনাথও। প্রসঙ্গত, দুর্ঘটনার খবর পাওয়ার পর ধার ও খারগোনের কালেক্টরদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন ইন্দোরের কমিশনার পবন কুমার শর্মা।