নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ ক্রেতা স্বার্থ সুরক্ষার তাগিদে বিলোনিয়া খোয়াই এবং ধর্মনগরে আরো তিনটি জেলা ভোক্তা আদালতের অনুমোদন মিলেছে৷ রাজ্য সরকারের আইন দপ্তর আজ এই অনুমোদনের কথা ঘোষণা করেছে৷ ক্রেতা স্বার্থ সুরক্ষা এবং ক্রেতাদের সচেতন করার বিষয়ে ভোক্তা আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে৷ সেই লক্ষ্যকে সামনে রেখেই রাজ্যের প্রতিটি জেলায় এ ধরনের ভোক্তা আদালত গঠনের দাবি উঠেছে৷ রাজ্য সরকারের আইন দপ্তর বিষয়টির গুরুত্ব অনুধাবন করে আরো তিনটি জেলা ভোক্তা আদালত গঠনের অনুমতি দিয়েছে৷ এই তিনটি নতুন জেলা ভোক্তা আদালত গঠিত হচ্ছে বিলোনিয়া, খোয়াই এবং ধর্মনগরে৷
দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা সদর বিলোনিয়ার উন্নয়নে নতুন পালক সংযোজন হল৷ রাজ্যের বর্তমান সরকার ক্রেতাদের স্বার্থ সুরক্ষার কথা মাথায় রেখে বিলোনিয়া জেলা আদালতে ডিস্ট্রিক্ট কনজিউমার কমিশন অর্থাৎ জেলা ভোক্তা আদালতের অনুমোদন দিল৷ ফলে খুশি বিলোনিয়ার সাধারণ জনগণ থেকে শুরু করে আইনজীবীরাও৷ এই বিষয়ে প্রতিক্রিয়া তুলে ধরেন দক্ষিণ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর আক্তার হোসেন মজুমদার৷ তিনি বিলোনিয়া জেলা আদালতে এই ধরনের কনজিউমার কমিশনের অনুমতি দেওয়ার জন্য বর্তমান রাজ্য সরকারকে বিজেপি লিগেল সেল এর পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়েছেন৷ তিনি আশা প্রকাশ করেন এই ধরনের আদালত হওয়ার ফলে বিলোনিয়ার ক্রেতাগন যেকোনো বিষয়ে সঠিক পরামর্শ পাবেন এবং সমস্যার সমাধান পাবেন৷ দক্ষিণ জেলার বিলোনিয়া ছাড়াও খোয়াই এবং উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে এ ধরনের ক্রেতা স্বার্থ সুরক্ষার জন্য জেলা ভোক্তা আদালতের অনুমোদন মিলেছে৷
2022-07-18