নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.): রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু রবিবার, ১৭ জুলাই সংসদের উচ্চকক্ষের বিভিন্ন দলের নেতাদের নিয়ে একটি বৈঠক করবেন। একই দিনে কেন্দ্রীয় সরকারও সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী আগেই এই বৈঠক আয়োজনের কথা জানান। সংসদের বাদল অধিবেশন সুষ্ঠু ভাবে চালানোর জন্য পৃথক বৈঠকের আহ্বান করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
সংসদের বাদল অধিবেশন আগামী ১৮ জুলাই শুরু হচ্ছে। চলবে ১২ আগস্ট পর্যন্ত। রাষ্ট্রপতি এবং উপ-রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এবারের অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচন হবে অধিবেশনের প্রথম দিনই, অর্থাৎ ১৮ তারিখ। আগামী মাসের ৬ তারিখে উপ-রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদে এবারের অধিবেশনেই হবে সাংবিধানিক দুই পদের নির্বাচনের ভোটগণনা। সংসদের সেন্ট্রাল হলে- নির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ ২৫ জুলাই। নির্বাচিত উপ-রাষ্ট্রপতি ১১ আগস্ট শপথ গ্রহণ করবেন। বাদল অধিবেশন শেষ হবে ১২ আগস্ট।