নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.) :পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরকে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করল বিজেপি।
শনিবার দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা এই ঘোষণা করেন। নড্ডা বলেন, ‘‘ধনকরকে আমরা এনডিএ প্রার্থী হিসেবে তুলে ধরছি। আমি আশা করব, তিনি দলমত নির্বিশেষ সবার সমর্থন পাবেন।’’
পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে এত দিন রাজভবনের বাসিন্দা জগদীপ ধনকর শনিবারই দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। তার পর সন্ধ্যায় এনডিএ জোটের উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।
উল্লেখ্য, আইনজীবী হিসাবে দীর্ঘদিন রাজস্থান হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেছেন জগদীপ ধনকর। ১৯৮৯ সালে রাজস্থানের ঝুনঝুনু থেকে জনতা দলের হয়ে লোকসভা ভোটে জয়ী হন তিনি। এরপর ১৯৯৩ থেকে ১৯৯৮: রাজস্থানের কিষণগড়ের বিধায়ক ছিলেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে বসার পর থেকেই বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন। তাঁর সঙ্গে রাজ্য সরকার ও তৃণমূলের সংঘাতও গত ৩ বছর ধরেই চলছে।