দেহরাদূন, ১৬ জুলাই (হি.স.): হরেলা উৎসব উপলক্ষ্যে দেহরাদূনে বন বিভাগ আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। শনিবার বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে গাছও রোপণ করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। গাছের গুরুত্ব কতটা তাও এদিন জানিয়েছেন তিনি। তাঁর কথায়, গাছের গুরুত্ব মনে করিয়ে দেওয়ার উপলক্ষ হরেলা উৎসব।
এদিন বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য রাখার সময় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলেছেন, দেহরাদূনকে ক্লিন সিটি-গ্রিন-সিটি বানানোর উদ্যোগ এখানে পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে। হরেলা উৎসব হল গাছের গুরুত্বের কথা মনে করিয়ে দেওয়ার একটি উপলক্ষ, যা আমরা দৈনন্দিন জীবনে ভুলে যাই।”

