নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.): ই-সঞ্জীবনী-কে ডিজিটাল স্বাস্থ্যের উত্তম উদাহরণ আখ্যা দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। তিনি জানিয়েছেন, ৫,০০,০০,০০০-এরও বেশি মানুষ ই-সঞ্জীবনী টেলি-কনসালটেশনের সুবিধা পেয়েছেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী দরিদ্ররাও এইচডব্লিউসি-তে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাচ্ছেন।
শনিবার সকালে টুইট করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, “অন্ত্যোদয়ের ই-সঞ্জীবনী! ৫,০০,০০,০০০-এরও বেশি মানুষ ই-সঞ্জীবনী টেলি-কনসালটেশনের সুবিধা পেয়েছেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী দরিদ্ররাও এইচডব্লিউসি-তে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাচ্ছেন। ডিজিটাল স্বাস্থ্যের উত্তম উদাহরণ ই-সঞ্জীবনী। অ্যাপের মাধ্যমেও এই সুবিধা নিতে পারবেন আপনারা।