রায়পুর, ১৫ জুলাই ( হি.স.) : রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র প্রার্থী দ্রৌপদী মুর্মু শুক্রবার সকালে রায়পুরে পৌঁছেছেন। দ্রৌপদী মুর্মুকে বিমানবন্দরে ঢোল ও ছত্তিশগড় পান্থি নাচের মাধ্যমে স্বাগত জানানো হয়। এদিন তিনি বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন । জনতা কংগ্রেস ছত্তিশগড় (জে) মুর্মুকে সমর্থন ঘোষণা করেছে।
কেন্দ্রীয় উপজাতি বিষয়ক প্রতিমন্ত্রী রেণুকা সিং, প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং, রাজ্য সভাপতি বিষ্ণুদেব সাই, বিরোধী দলের নেতা ধর্মলাল কৌশিক, প্রাক্তন মন্ত্রী ব্রিজমোহন আগরওয়াল সহ বিজেপি কর্মী বিমানবন্দরে উপস্থিত ছিলেন। ছত্তিশগড়ের ঐতিহ্যবাহী পোশাক পরে মুর্মুকে স্বাগত জানাতে বিমানবন্দরে পৌঁছেছিলেন বিজেপির বহু মহিলা নেতা। মুর্মু বিমানবন্দর থেকে সরাসরি ক্যানাল রোডে পৌঁছে সেখানে রানি দুর্গাবতীর মূর্তির পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর তিনি ব্যাবিলন ইন্টারন্যাশনাল হোটেলে চলে যান। যেখানে ছত্তিশগড়ের সাংসদ ও বিধায়কদের সঙ্গে দেখা করবেন মুর্মু। এর পর ভোপাল চলে যাবেন দ্রৌপদী মুর্মু।
এদিকে, জনতা কংগ্রেস ছত্তিশগড় (জে) রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে সমর্থন ঘোষণা করেছে। পার্টি সুপ্রিমো ডঃ রেনু জোগি, রাজ্য সভাপতি অমিত জোগি, আইনসভা দলের নেতা বিধায়ক ধর্মজিৎ সিং এবং বিধায়ক প্রমোদ শর্মা হোটেলে পৌঁছে মুর্মুকে তাদের সমর্থন জানান।