নয়াদিল্লি, ১৪ জুলাই ( হি.স.) : দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের দায়রা আদালত আজ অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা মহম্মদ জুবায়েরের জামিনের আবেদনের শুনানি করবে। অতিরিক্ত দায়রা জজ দেবেন্দ্র কুমার জংলা শুনানি করবেন।
দিল্লিতে নথিভুক্ত এফআইআর-র মামলায় পাটিয়ালা হাউস কোর্টের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা সারওয়ারিয়া জুবায়েরের জামিনের আবেদন খারিজ করেছিলেন। জুবায়েরকে ২৭ জুন গ্রেফতার করা হয়। জুবায়েরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। ধর্মীয় অনুভূতিতে উস্কানি দেওয়া ছাড়াও দিল্লি পুলিশের বিশেষ সেল জুবায়েরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ২০১ ধারা এবং এফসিআরএ-র ৩৫ ধারায় মামলা দায়ের করেছে।
উত্তরপ্রদেশের সীতাপুরে জুবায়েরের বিরুদ্ধে এফআইআরও নথিভুক্ত করা হয়েছে। সীতাপুরে নথিভুক্ত এফআইআর-র মামলায় সুপ্রিম কোর্ট ১২ জুলাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জুবায়েরকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়।

