নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দল প্রতিটি জেলায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার উপর গুরুত্ব আরোপ করেছে৷ এর অঙ্গ হিসেবে বৃহস্পতিবার খোয়াই জেলায় জেলা কংগ্রেস ও ব্লক কংগ্রেস নেতাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷ রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে কংগ্রেস একটি আসনে জয়ী হওয়ার পর থেকেই রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক তৎপরতা দারুন ভাবে বৃদ্ধি পেয়েছে৷
কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরাও উজ্জীবিত হতে শুরু করেছেন৷ দলীয় যেসব নেতা কর্মী ২৫ বছরের বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে বিজেপির পতাকা তুলে সামিল হয়ে বহু প্রত্যাশা নিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছিলেন৷ তারাও হতাশাগ্রস্ত হয়ে মোহ ভঙ্গ করে পুনরায় কংগ্রেসের পতাকা তলে সামিল হতে শুরু করেছেন৷ আর যারা অভিমান করে দীর্ঘদিন ঘরে বসে রয়েছিলেন তারাও বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঘর থেকে বেরিয়ে এসে অতীতের বিবাদ ও অভিমান ভুলে কংগ্রেস দলকে ক্ষমতায় ফিরিয়ে আনার প্রচেষ্টায় মাঠে নামতে শুরু করেছেন৷ ইতিমধ্যেই রাজ্যের সবকটি জেলায় কংগ্রেস সাংগঠনিক সভা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷
প্রদেশ নেতৃত্বের এই নির্দেশ অনুযায়ী সবকটি জেলায় ইতিমধ্যেই সাংগঠনিক তৎপরতা শুরু হয়েছে৷ বৃহস্পতিবার খোয়াই জেলা সফরে যান প্রাক্তন বিধায়ক কংগ্রেস নেতা আশীষ কুমার সাহা এবং কংগ্রেসের রাজ্য ইনচার্জ তথা সর্বভারতীয় সম্পাদিকা জারিতা লাইটফ্লাং৷ প্রকৃতপক্ষে বিলম্বে হলেও খোয়াই জেলা কংগ্রেস সংগঠনের শক্তিকে মজবুত করার লক্ষ্যে মাঠে নামলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব৷ রাজ্যের অন্যান্য সাংগঠনিক জেলার পাশাপাশি খোয়াই জেলার কর্মীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় খোয়াই কংগ্রেস ভবনে৷ খোয়াই কংগ্রেস ভবনে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের নেতা আশিস কুমার সাহা ও সর্ব ভারতীয় কংগ্রেস দলের সাধারণ সম্পাদিকা জারিতা লাইটফ্লাং৷
এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলা কংগ্রেস সভাপতি ও জেলা কার্যকারিনী সমস্ত সদস্য সহ ব্লক সভাপতিগন৷ এই দিনের আয়োজিত সাংগঠনিক সভাতে উপস্থিত জেলা নেতৃত্ব ও ব্লক সভাপতিদের কাছ থেকে সংগঠনকে মজবুত করতে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় এবং আগামী দিনের কর্মসূচিগুলি বাস্তবায়ন করতে মতামত জানতে চান প্রদেশ নেতৃত্বরা৷ এই দিনের সভায় খোয়াই জেলার ছয়টি ব্লকের ব্যাপক কর্মী সমর্থকরা উপস্থিতি হন৷ জেলা ভিত্তিক সাংগঠনিক বৈঠকের পর ব্লক ও পঞ্চায়েত ভিত্তিক সাংগঠনিক সভা করে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস দলকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করেছে কংগ্রেস৷