হায়দরাবাদ, ১৪ জুলাই (হি.স.): অবিরাম বর্ষণ হয়েই চলেছে তেলেঙ্গানায়, বিশেষ করে রাজ্যের উত্তরের জেলাগুলিতে। টানা ষষ্ঠ দিনও প্রবল বৃষ্টি হয়েছে নির্মল, নিজামবাদ, করিমনগর, পেদ্দাপল্লী এবং আসিফবাদে। করিমনগর জেলার অর্ণকোন্ডায় বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সর্বোচ্চ ২২.২ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। একই জেলার গুন্ডিতে ২১.২ সেমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজ্যের ১০টি জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে, প্রবল বর্ষণের কারণে ১৪ থেকে ১৬ জুলাই অবধি তেলেঙ্গানায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে ১৮ জুলাই পুনরায় স্কুল খুলবে।
গত কয়েকদিন ধরে বৃষ্টি-জনিত কারণে কমপক্ষে ১০ জন মারা গিয়েছেন এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে অসংখ্য গ্রাম প্লাবিত হয়েছে। ভদ্রাদ্রি কোথাগুডেম, নির্মল ও মুলুগু জেলার নিচু এলাকা থেকে প্রায় ১০ হাজার মানুষ ত্রাণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। গোদাবরী নদী ও কৃষ্ণা নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে। উপচে পড়া স্রোতের কারণে সড়ক যোগাযোগ বিঘ্নিত হয়েছে। গোদাবরী নদী ক্রমাগত ফুলে ফেঁপে উঠছে এবং ভদ্রাচলমে তৃতীয় বিপদসীমা অতিক্রম করেছে এবং জলস্তর ৫৮.৫ ফুট উচ্চতায় পৌঁছেছে।