Tripura:গুরু পূর্ণিমা উপলক্ষে পরমার্থ সাধক সংঘ মন্দিরে বিশেষ পূজার্চনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ গুরু পূর্ণিমা উপলক্ষে বুধবার আগরতলার পরমার্থ সাধক সংঘ মন্দিরে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়৷ এ উপলক্ষে পরমার্থ সাধক সংঘ ভক্ত সমাগম ঘটে৷ দিনভর চলে ধর্মীয় আলোচনা ও নানা ধর্মীয় অনুষ্ঠান৷ মানুষের জীবন তাদের শিক্ষক বা গুরুদের দ্বারা উল্লেখযোগ্যভাবে আকৃতির হয়৷ প্রতি বছর, গুরু পূর্ণিমা প্রধানত সারা বিশ্বে হিন্দু, জৈন, শিখ এবং বৌদ্ধ সম্প্রদায়ের দ্বারা তাদের সম্মান করার উপায় হিসাবে পালন করা হয়৷ হিন্দু ক্যালেন্ডার অনুসারে এটি আষাঢ় মাসের পূর্ণিমার দিনে ঘটে৷ গুরুপূর্ণিমা  একটি বৈদিক প্রথা৷ এই দিনে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা প্রদর্শন করেন৷ গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে বিশেষ ভাবে নির্ধারণ করে ‘গুরুপূর্ণিমা’ উদযাপন করার প্রথা চলে আসছে৷ সংসৃকতে ‘গূ‘ শব্দের অর্থ হল অন্ধকার৷ গুরু শব্দের মানে হল যিনি অন্ধকার দূর করেন৷ নতুন পথের দিশা দেখান৷ তমসা থেকে জ্যোতির্ময়ের পথে চালিত করেন৷ একটি শ্লোকের মাধ্যমে গুরুপূর্ণিমাতে শ্রী গুরুকে শ্রদ্ধাজ্ঞাপনও করা হয়৷ তা হল- ‘গুরুর্বহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেবো মহেশ্বর/ গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রীগুরবে নমঃ’৷ অর্থাৎ জীবনে গুরুই হলেন ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর৷  তিনিই আমাদের সৃষ্টি-স্থিতি-লয়ের জ্ঞান বা পরম ব্রহ্মজ্ঞান দান করেন৷আগরতলায় পরমার্থ সাধক সঙ্গে উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ রাজধানী আগরতলা শহরের পরমার্থ সাধক সংঘ ছাড়াও বিভিন্ন স্থানে এ উপলক্ষে বিশেষ ধর্মমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ ধর্মপ্রাণ মানুষ ধর্মীয় আলোচনা চক্রে সামিল হন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *