পালঘর, ১৩ জুলাই হি.স.): মহারাষ্ট্র জুড়ে প্রবল বৃষ্টিপাতের মধ্যেই রাজ্যের পালঘর জেলার ভাসাই এলাকায় ভূমিধসের ঘটনা ঘটল। ভূমিধসের কারণে বেশ কয়েকটি বাড়ি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অনেকে ধসের নীচে চাপা পড়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত ভূমিধসের কবল থেকে দু’জনকে উদ্ধার করা হয়েছে। মৃত্যু হয়েছে একজনের। জেলাশাসক জানিয়েছেন, ভাসাই এলাকায় ভূমিধসের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ও দু’জনকে উদ্ধার করা হয়েছে।
এদিকে, প্রবল বৃষ্টিপাতের মধ্যেই মহারাষ্ট্রের কোলাপুর, পালঘর, নাসিক, পুণে এবং রত্নগিরি জেলায় ১৪ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী তিন দিনের জন্য মুম্বইয়েও বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করেছে। এদিকে, বৃষ্টিজনিত কারণে প্রাণহানির ঘটনা ঘটছে মহারাষ্ট্রজুড়ে। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ১ থেকে ১০ জুলাই বৃষ্টিপাতের কবলে পড়ে মোট ৭৬ জন মারা গিয়েছেন এবং প্রায় ৮৩৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।