তারকেশ্বর, ১২ জুলাই (হি.স.): শিব-ভক্তদের প্রতীক্ষা এবার শেষ হতে চলেছে, করোনা-অতিমারীর কারণে দু’বছর বন্ধ থাকার পর ১৩ জুলাই, বুধবার গুরু পূর্ণিমার দিন থেকে শুরু হচ্ছে শৈব্যতীর্থ হুগলীর তারকেশ্বরের শ্রাবণী মেলা। এবার অনেক বেশি ভক্ত সমাগম হবে বলে মনে করা হচ্ছে। মেলা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সব পক্ষকে নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক বৈঠক হয়েছে। এবারে মেলায় প্লাস্টিকের ব্যবহার, মাদক দ্রব্য এবং ডি জে বক্স বাজানোর উপর নিষেধাজ্ঞা থাকছে।
শ্রাবণী মেলায় ভিড় সামলাতে বিশেষ প্রয়াস নিয়েছে রেল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লক্ষ লক্ষ পুণ্যার্থীর জন্য পূর্ব রেল বাড়তি ছ’জোড়া লোকাল ট্রেন চালাবে। মেলা চলাকালীন সমস্ত রবিবার, সোমবার এবং অন্যান্য উৎসবের দিনগুলিতে বর্তমান পরিষেবার পাশাপাশি অতিরিক্ত ছ’জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। ছ’জোড়া লোকালের মধ্যে দু’জোড়া হাওড়া থেকে তারকেশ্বরের মধ্যে এবং বাকি চার জোড়া শেওড়াফুলি-তারকেশ্বরের মধ্যে চালানো হবে বলে পূর্ব রেল সূত্রের খবর।
উল্লেখ্য, বিগত দু’বছর করোনার কারণে শ্রাবণী মেলা বন্ধ ছিল। এরপর এই বছর মেলায় পুণ্যার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার অনুমান করছে প্রশাসন। এই অবস্থায় বাড়ি ফিরে যাওয়ার সময়ে পর্যাপ্ত পরিবহণ ব্যবস্থা না থাকলে সমস্যায় পড়তে পারেন পুণ্যার্থীরা। তাই এই উদ্যোগ নিয়েছে পূর্ব রেল।