ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই।। দ্বি-মুকুট ত্রিপুরা স্পোর্টস স্কুলের। বালিকাদের পাশাপাশি বালক বিভাগেও রাজ্য সেরা ত্রিপুরা স্পোর্টস স্কুল। ফাইনালে পশ্চিম জেলাকে কার্যত বোতলবন্দি করে খেতাব জয় করে নেয় শুভেনজিৎ সিনহা এবং রাজেশ রায় চৌধুরির ছেলেরা। রাজ্য স্কুল অনূর্ধ্ব-১৭ বালকদের ফুটবলে। মেলাঘর স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মঙ্গলবার বিকেলে ত্রিপুরা স্পোর্টস স্কুল ৭-১ গোলে পরাজিত করে পশ্চিম জেলাকে। ম্যাচের শুরু থেকেই একচ্ছত্র আধিপত্য নিয়ে খেলতে থাকে ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা। দক্ষতা, শক্তি এবং গতি — তিন বিভাগেই পশ্চিম জেলার ফুটবলারদের পেছনে ফেলে একেরপর এর গোল করতে থাকে ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা। প্রথমার্ধে ত্রিপুরা স্পোর্টস স্কুল এগিয়ে ছিলো ৪-০ গোলে। দ্বিতীয়ার্ধে ১ টি গোল হজম করলেও আরও ৩ বার বিপক্ষের জাল নাড়িয়ে দেয়। ত্রিপুরা স্পোর্টস স্কুলের পক্ষে হ্যাটট্রিক করে জন জমাতিয়া। এছাড়া দলের পক্ষে মাজারুল আকমল, নবকিশোর সিনহা, বিনোদ রিয়াং এবং বিপ্লব দেববর্মা গোল করে। এর আগে সেমিফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুল ৩-০ গোলে ধলাই জেলাকে পরাজিত করেছিলো। বিজয়ী দলের পক্ষে নবকিশোর সিনহা দুটি এবং বিনোদ রিয়াং গোল করে। দ্বিতীয় সেমিফাইনালে পশ্চিম জেলা ৩-১ গোলে পরাজিত করে উত্তর জেলাকে।
2022-07-12