হাইলাকান্দি (অসম), ১২ জুলাই (হি.স.) : হাইলাকান্দি সহ বরাক উপত্যকায় চাঞ্চল্য সৃষ্টিকারী জুবাইর আহমদ খুনের দায়ে মূল অভিযুক্ত শাহজাহান আলম চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। তার অপর সঙ্গী অপরীধী আব্দুল কায়ুম বড়ভুইয়াঁকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন হাইলাকান্দির জেলা ও দায়রা জজ সঞ্জয় হাজারিকা।
গত ২০১৯ সালের ১২ জানুয়ারি হাইলাকান্দি জেলার বোয়ালিপার থেকে অপহরণ করে খুন করা হয়েছিল মূকবধির কিশোর জুবাইর আহমদকে। অপহরণের ১০ দিন পর কাছাড় জেলার গোবিন্দপুর গ্রামের একটি মাঠে মাটির নীচ থেকে উদ্ধার করা হয়েছিল কিশোর জুবাইর আহমদের পচাগলা মৃতদেহ।