ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই।। টর্চ র্যালির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। ১৪ জুলাই বিকেল ৪ টায় উজ্জ্বয়ন্ত প্যালেসের সামনে হবে উদ্বোধন টর্চ র্যালির। ২৮ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে ৪৪ তম দাবা অলিম্পিয়াড। ওই আসরকে ঘিরেই সারা দেশেই হচ্ছে টর্চ র্যালি। এর আগে ওই দিন বিকেল সাড়ে ৩ টায় টর্চ নিয়ে আগরতলা বিমানবন্দরে নিয়ে আসবেন গ্র্যান্ডমাস্টার মিত্রাভা গুভ। বিমানবন্দরে রাজ্য ক্রীড়া দপ্তর, ক্রীড়া পর্ষদ এবং দাবা সংস্থার কর্তারা উপস্থিত থাকবেন বরন করার জন্য। সেখান থেকে র্যালি করে টর্চ আনা হবে উজ্জ্বয়ন্ত প্যালেসের সামনে। উজ্জ্বয়ন্ত প্যালেসের সামনে সদ্য শেষ হওয়া রাজ্য স্কুল রেটিং দাবা প্রতিযোগিতার দুই বিভাগের প্রথম ১০ স্থানাধিকারি দাবাড়ুর সঙ্গে ক্রমপর্যায়ে একনাগারে ১০ টি বোর্ডে খেলবেন গ্র্যান্ডমাস্টার মিত্রাভা গুভ। এরপরই ওই টর্চ তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর হাতে। শেষে ওই টর্চ তুলে দেওয়া হবে রাজ্য দাবা সংস্থার সভাপতি প্রশান্ত কুন্ডু-র হাতে। হবে সংক্ষিপ্ত অনুষ্ঠান। সন্ধ্যে ৬ টার বিমানে টর্চ নিয়ে গ্র্যান্ডমাস্টার মিত্রাভা গুভ ফিরে যাবেন ভুবনেশ্বরে। রাজ্য দাবা সংস্থার সচিব দীপক সাহা এখবর জানিয়েছেন। তিনি রাজ্যের প্রাক্তন এবং বর্তমান দাবাড়ুদের পাশাপাশি বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়দের উপস্থিত থেকে ওই মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য অনুরোধ করেছেন। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়েছে ওই চেস অলিম্পিয়াড টর্চ।
2022-07-12

