ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই।। জয় অব্যহত রাখলো তুইরূপা কামি দল। নূণ্যতম গোলে পরাজিত করলো জম্পুইজলা প্লে সেন্টারকে। পিত্রা কামি সুপার কাপ ফুটবল প্রতিযোগিতায়। খেলা হচ্ছে পিত্রা কামি স্কুল মাঠে। আসরের উদ্যোক্তা হোলি অ্যাসোসিয়েশন (পিত্রা কামি ক্লাব)। মঙ্গলবার ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে দুদলের ফুটবলাররা। প্রথমার্ধ গোলশূণ্য থাকার পর দ্বিতীয়ার্ধে তুইরূপা কামি দলের হয়ে জয়সূচক গোলটি করেন ইয়াপ্রি জমাতিয়া। শেষ পর্যন্ত ইয়াপ্রি-র গোলে জয়লাভ করে তুইরূপা কামি দল। খেলা পরিচালনা করেন কৃষ্ণ উদয় জমাতিয়া। প্রসঙ্গত: আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৫০ এবং ৩০ হাজার টাকা। এছাড়া থাকছে আকর্ষনীয় পুরস্কার।
2022-07-12