Cricket:অনূর্ধ্ব-‌১৯ শিবিরে আরও ১৭ ক্রিকেটার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই।। উন্মুক্ত শিবিরে আরও ১৭ জন ক্রিকেটার ডাক পেলেন। অনূর্ধ্ব-‌১৯ বিভাগে। রাজ্যের বিভিন্ন মহকুমায় গিয়ে ত্রিপুরা দলের হেড কোচ গৌতম সোম সহ কোচরা বাছাই করেন ওই সব প্রতিভাবান ক্রিকেটারদের। নির্বাচিত ক্রিকেটারদের আজ দুপুর ১২ টায় এম বি বি স্টেডিয়ামে রিপোর্ট করতে বলেছেন রাজ্য ক্রিকেট সংস্থার যুগ্ম সচিব কিশোর কুমার দাস। নির্বাচিত ক্রিকেটাররা:‌ ‌প্রীতম দাস, শুভঙ্কর ঘোষ, শায়ন ঘোষ, শিবম সরকার, মহ:‌ সাইদুল হক, শুভম সরকার, প্রীতম দেব, রাহুল বিশ্বাস, সম্রাট ভট্টাচার্য, করণ দে, সম্রাট বিশ্বাস, কৃতি সুন্দর পাল, সপ্তর্ষি বিশ্বাস, দেবতনু পাল, ফর্জ আহমেদ, সৌম্যজ্যোতি সিনহা এবং অনসুল রাজ।
হেড কোচ:‌ গৌতম সোম, কোচ:‌ সুবল চৌধুরি, অনুপম দে, অনুপ কুমার দাস, ফিজিও:‌ রাজন চৌধুরি, ট্রেণার:‌ অজিতাভ নাথ এবং ভিডিও অ্যানালাইসিস:‌ শুভেন্দু ভট্টাচার্য।