Kunal Ghosh:বাড়িতে কার্ড ফেলে দিয়ে এলেই নিমন্ত্রণ হয় না : কুণাল ঘোষ

কলকাতা,১১জুলাই (হি. স.): শিয়ালদহ মেট্রোর উদ্বোধনকে কেন্দ্র করে রাজ্য বনাম কেন্দ্র তরজা তুঙ্গে । রবিবার রাতে মেট্রোর উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । সেই ইস্যুতেই সোমবার তোপ দাগলেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ । তিনি বলেন, ”বাড়িতে কার্ড ফেলে দিয়ে এলেই নিমন্ত্রণ হয় না” ।

এই প্রসঙ্গে কুণাল ঘোষ আরও বলেন,”বাড়িতে কার্ড ফেলে দিয়ে এলেই নিমন্ত্রণ হয় না । কুৎসিত রাজনীতি করছে বিজেপি । মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যাবতীয় মেট্রো হয়েছে । উনি রেল মন্ত্রী থাকাকালীন টাকা বরাদ্দ করেছেন । জমির ব্যবস্থাও করেছেন । আর আজকে তাঁকে আমন্ত্রণ জানানো হবে না । রাতে গিয়ে একটা চিঠি ফেলা হল । একদিন ফিতে কাটবে কাটুক । শীত, গ্রীষ্ম, বর্ষা, মমতাই ভরসা । বিজেপি যেটা করছে ঠিক করছে না ” ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *