Supreme Court:মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ সুপ্রিম কোর্টে শুনানি

নয়াদিল্লি, ১১ জুলাই ( হি.স.) : মহারাষ্ট্রের রাজনৈতিক ইস্যুতে আজ সোমবার শুনানি হবে সুপ্রিম কোর্টে। একনাথ শিন্দেকে সরকার গঠনে আমন্ত্রণ জানানোর রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছে উদ্ধব গোষ্ঠী। এর পাশাপাশি, মহারাষ্ট্র বিধানসভার স্পিকার একনাথ শিন্দের গোষ্ঠীর জারি করা হুইপের স্বীকৃতিকে চ্যালেঞ্জ করেছেন।

যদিও মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোটে জিতেছেন। বিধানসভার স্পিকার একনাথ শিন্দের গোষ্ঠীর হুইপকে স্বীকৃতি দিয়েছিলেন। উদ্ধব ঠাকরে গোষ্ঠীর দাবি, দল এখনও তারই, তাই শিন্দে গোষ্ঠীর হুইপকে স্বীকৃতি দেওয়া যায় না।
গত ১ জুলাই আইনজীবী কপিল সিবাল সুপ্রিম কোর্টে শিবসেনার আবেদনের উল্লেখ করার সময় বলেছিলেন, শিন্দে শিবির কারও সঙ্গে মিশে যায়নি। এখন দুই দলই হুইপ জারি করবে ফ্লোরে। এটা বেআইনি হবে। তখন আদালত জানিয়েছিল, আমরা পরিস্থিতি দেখছি, আমরা দরজা বন্ধ করিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *