আগরতলা, ১১ জুলাই : প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগের দাবিতে সোমবার দক্ষিণ ত্রিপুরা জেলার মতাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা রাস্তা অবরোধ করেছে। বিদ্যালয়ের পাশেই বিলোনিয়া-শ্রীনগর রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা।
দক্ষিণ ত্রিপুরা জেলার মতাই দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই শিক্ষকের স্বল্পতা চলছে। শিক্ষকের অভাবে বিদ্যালয়ের পঠন পাঠন মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগের জন্য ছাত্রছাত্রীদের তরফ থেকে বারবার কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েও ইতিবাচক কোন সাড়া মিলেনি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সোমবার সকাল আটটায় বিদ্যালয়ের সামনে বিলোনিয়া-শ্রীনগর রাস্তা অবরোধ করেছে।
অবরোধের ফলে রাস্তার দুইদিকে প্রচুর সংখ্যক যানবাহন আটকে পড়েছিল। তাতে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। আন্দোলনরত ছাত্রছাত্রীরা জানায়, দীর্ঘদিন ধরেই তারা শিক্ষক-স্বল্পতার বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিদর্শক এবং বিদ্যালয় পরিচালন কমিটির কর্মকর্তা সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়ে অবিলম্বে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগের ব্যবস্থা করার জন্য দাবি জানানো হয়েছে। কিন্তু এ ব্যাপারে ইতিবাচক কোন সাড়া মেলেনি। শেষ পর্যন্ত বাধ্য হয়েই রাস্তা অবরোধে সামিল হয়েছি আমরা।
অবরোধের খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ও ঋষ্যমুখ মন্ডল সভাপতি সুশংকর ভৌমিক এবং জেলা শিক্ষা অধিকারীর অবরোধস্থলে ছুটে যান। ছাত্র ছাত্রীদের সঙ্গে দু ঘণ্টা কথোপকথন হয়েছে, কিন্তু অবরোধ প্রত্যাহার করা যায়নি। শেষ পর্যন্ত প্রশাসনের পদস্থ আধিকারিকরা অবরোধস্থলে ছুটে গিয়ে শিক্ষক স্বল্পতার বিষয়টি মেনে নিয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগের জন্য উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন। সেই আশ্বাসের ভিত্তিতেই আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছে। আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের তরফ থেকে বলা হয়েছে প্রশাসনের প্রতিশ্রুতি অনুযায়ী যদি বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা না হয় তাহলে তারা আরো বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবে।