নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.): মঙ্গলবার, ১২ জুলাই ঝাড়খণ্ডের দেওঘর ও বিহারের পাটনা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝাড়খণ্ড ও বিহারের অন্যতম প্রধান এই দুই শহরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। ১২ জুলাই (মঙ্গলবার) দুপুর ১.১৫ মিনিট নাগাদ দেওঘরে ১৬ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ২.৪০ মিনিট নাগাদ বাবা বৈদ্যনাথ মন্দিরের দর্শন ও পূজার্চনা করবেন তিনি। দেওঘর বিমানবন্দরের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী। ৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই বিমানবন্দর।
দেওঘর সফর শেষে সন্ধ্যা ৬টা নাগাদ পাটনায় বিহার বিধানসভার শতবর্ষ উদযাপনের সমাপনী অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি শতাব্দী স্মৃতিস্তম্ভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, যা বিহার বিধানসভার শতবর্ষ স্মরণে তৈরি করা হয়েছে। বিধানসভা মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানেই বিধানসভা অতিথি ভবনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন প্রধানমন্ত্রী।