Protest:খোয়াই-চাম্পাহাওয়র রাস্তার বেহাল অবস্থা, ক্ষুব্ধ জনতার অবরোধ

আগরতলা, ১১ জুলাই৷৷ রাস্তা সংস্কারের দাবিতে সরব হলেন সিপাইহাওরের জনগণ৷ সোমবার রাস্তা সংস্কারের দাবিতে খোয়াই-চাম্পাহাওয়র সড়ক অবরোধ করেন তারা৷ অবরোধের ফলে এই সড়ক পথে সব ধরনের যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ তাতে যাত্রী দুভর্োগ চরম আকার ধারণ করে৷ অবরোধের খবর পেয়ে পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা অবরোধস্থলে ছুটে যান৷ দীর্ঘ আলোচনার পর অবরোধকারীরা শেষ পর্যন্ত অবরোধ প্রত্যাহার করেন৷ 

সোমবার খোয়াই-চাম্পাহাওর সড়কের সিপাইহাওরে কয়েকশত নারী পুরুষ  সকাল নয়টা থেকে সামিল হন সড়ক অবরোধে৷ এলাকাবাসীর প্রশ্ণ তুলেছেন কেন এতদিনে সড়কের জীর্ণদশা ঘুচলো না? পূর্ত দপ্তরের অকর্মণ্যতার বিষময় ফল আর কতদিন ভোগ করতে হবে সাধারণ মানুষ আর নিত্য যাত্রীদের? শ্লোগানে শ্লোগানে গলা মেলান ভুক্তভোগী মানুষেরা৷ মারাত্মক বেহাল দশায় খোয়াই-চাম্পাহাওর সড়ক৷পুরো রাস্তা জুড়ে বড় বড় অজস্র গর্ত আর খানাখন্দ৷বৃষ্টির জল জমে যেন সড়ক এখন ছোটখাটো পুকুরের মতো৷ জলে কাদায় একাকার৷যানবাহন চলাচল তো দূরের কথা৷ পায়ে হেঁটে রাস্তা পারাপারও যেন দায়৷ ভেঙে চুরে বিপজ্জনক অবস্থা সড়কের৷কতদিন যে দুর্ঘটনা ঘটে গেলো এখানে ওখানে৷ ক্ষুব্ধ মানুষের জিজ্ঞাসা, আর কার কাছে গেলে যে  সরকারের ঘুম ভাঙবে কে জানে? ব্লক, মহকুমা প্রশাসন, জেলা প্রশাসন, ত্রিস্তর পঞ্চায়েত, পূর্ত দপ্তর সহ কার কাছে আমরা যাইনি? কত যে ধর্ণা দিয়েছি৷ কিন্তু কথা কানে তুলে না কেউ৷ যেন সবটাই অরণ্যে রোদন৷ সড়কের দুপ্রান্তে দুদুটো ব্লক অফিস৷শহরে আসার রাস্তা তো এটাই৷চাম্পাহাওর থেকে শহরে আসতে হয় বিভিন্ন কাজে৷এস ডি এম অফিস, ডি এম অফিসে আসতে হয়৷ খোয়াই জেলা হাসপাতালে আসতে হয় রোগী নিয়ে৷ চাম্পাহাওরে রয়েছে একটি থানা, একটি দ্বাদশ শ্রেণী স্কুল৷

এছাড়া আরো কত কি সরকারী অফিস৷কিন্ত এরপরেও ঘুচেনা রাস্তার জীর্ণদশা৷ সড়কের এমন অবস্থা, যে রাস্তাতেই চাষাবাদ করা যাবে৷মাছ ধরা যাবে৷কিন্তু সরকারের কুম্ভনিদ্রা তো আর ভাঙেনা৷তাই আর কত সহ্য করবো বলুন? বাধ্য হয়ে রাস্তা সংস্কারের দাবী নিয়ে রাস্তাকেই বেছে নিতে হলো৷এদিন সড়ক অবরোধের ফলে দুদিকে প্রচুর যানবাহন আটকে যায়৷ অফিসমুখী সরকারী কর্মচারীরা মাঝরাস্তায় আটকে পড়েন৷ ছাত্র শিক্ষক সহ সবাই গন্তব্যে যেতে পারছিলেন না৷অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করে বাড়ী ফিরে আসতে বাধ্য হন৷শেষ পর্যন্ত্য ঘন্টা তিনেকের বেশী সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর ঘটনাস্থলে আসতে বাধ্য হন খোয়াই ব্লকের বি ডি ও সহ পূর্ত দপ্তরের খোয়াই সাব ডিভিশনের এস ডি ও৷তারা প্রতিশ্রুতি দেন কয়েক দিনের মধ্যে সড়ক মেরামতির কাজ শুরু হবে৷এরপর ক্ষুব্ধ মানুষ সড়ক অবরোধ তুলেন৷ এলাকাবাসী জানিয়েছেন প্রতিশ্রুতি অনুযায়ী সড়ক সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *