নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ বাড়ী ফেরার পথে হঠাৎই দুস্কৃতিদের আক্রমণ৷ রাতের অন্ধকারে বিনা কারণে এক ব্যক্তির উপর হিংস্র আক্রমন৷ ঘটনায় আহত হয়েছেন বরুন তাতি (৩৯) নামে এক ব্যক্তি৷
জানা গেছে তিনি একজন বিজেপি সমর্থক৷ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল রাতে তিনি যখন বাড়ি ফিরছিলেন তখন কিছু বখাটে যুবক তার রাস্তা আটকে জিজ্ঞেস করে এত রাতে কেন বাড়ি ফিরছেন৷ কিছুক্ষণ পরেই তাকে মারধর করে ওই দুস্কৃতিরা৷ এমনই অভিযোগ৷ তিনি সেখান থেকে কোনো ক্রমে বাড়ি ফেরেন৷ সেখান থেকে তিনি চিকিৎসার জন্য হাসপাতালে যান ওনার স্ত্রীকে নিয়ে৷ ফেরার পথে আবার তার উপর আক্রমন চালায় দুস্কৃতিরা৷ তার স্ত্রীর উপরেও হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি৷ এদিকে অভিযুক্তদের নাম ধাম দিয়ে পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে৷ এখন দেখার পুলিশ দোষীদের বিরুদ্ধে কি ব্যবস্থা করে৷