নয়াদিল্লি, ৯ জুলাই ( হি.স.) : প্রাক্তন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতি শ্রদ্ধার জানাতে একদিনের জাতীয় শোকের কারণে এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুরের শনিবারের সিকিম সফরে স্থগিত রাখা হয়েছে।
আগামী ১৮ জুলাইয়ের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সাংসদ ও বিধায়কদের সমর্থন চাইতে মুর্মু বিভিন্ন রাজ্য সফর করছেন। একমাত্র সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট বিধায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংও রাষ্ট্রপতি নির্বাচনে মুর্মুকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন।
সিকিমের ক্ষমতাসীন এসকেএম এবং বিজেপি নেতারা আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর প্রার্থীপদের পক্ষে সমর্থন চাইতে রাজ্যে মুর্মুকে সিকিম সফরের জন্য সমস্ত ব্যবস্থা করেছিলেন। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এসকেএম এবং বিজেপির বিধায়কদের সঙ্গে এক সপ্তাহ আগে রাজধানীতে মুর্মুকে রাষ্ট্রপতি নির্বাচনে তার সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছিলেন।