শ্রীনগর, ৯ জুলাই (হি.স.): শ্রীনগরের এসকেআইএমএস হাসপাতালে চিকিৎসাধীন অমরনাথ তীর্থযাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করলেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। শনিবার সকালে এসকেআইএমএস হাসপাতালে গিয়ে তীর্থযাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মনোজ সিনহা। কথা বলেন তীর্থযাত্রীদের সঙ্গে, সকলের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। তীর্থযাত্রীদের মৃত্যুতে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।
এদিন সকালেই মেঘভাঙা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকায় যান চিনার কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল এডিএস আউজলা। ওই স্থানে যান কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বিজয় কুমার ও কাশ্মীরের বিভাগীয় কমিশনারও। লেফটেন্যান্ট কর্নেল সচিন শর্মা এদিন বলেছেন, উদ্ধারকাজ দ্রুততার সঙ্গে চলছে। উদ্ধারকাজ শেষ হতে কতটা সময় লাগবে, তা এখনই বলা কঠিন। কাশ্মীরের আইজিপি বলেছেন, আজ সন্ধ্যার মধ্যেই উদ্ধারকাজ শেষ করার চেষ্টা করা হবে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন তিনি।