শ্রীনগর, ৯ জুলাই (হি.স.): যদি তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন তাহলে কাশ্মীর সমস্যার সমাধানে মনোনিবেশ করবেন বলে জানালেন বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা।
শনিবার জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স প্রেসিডেন্ট ফারুক আব্দুল্লাহর উপস্থিতিতে যশবন্ত সিনহা বলেছেন, যদি রাষ্ট্রপতি নির্বাচিত হই, তাহলে আমার অগ্রাধিকারগুলির মধ্যে একটি হবে কাশ্মীর সমস্যার স্থায়ীভাবে সমাধান করতে এবং শান্তি, ন্যায়বিচার, গণতন্ত্র, স্বাভাবিকতা পুনরুদ্ধার করতে এবং জম্মু ও কাশ্মীরের প্রতি বৈরী উন্নয়নের অবসান ঘটানোর জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে অনুরোধ করা।
ফারুক আব্দুল্লাহ, মেহবুবা মুফতিদের প্রকৃত দেশপ্রেমিক আখ্যা দিয়ে বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা এদিন আরও বলেছেন, ফারুকজি, মেহবুবা জি সহ আমাদের যারা এখানে উপস্থিত আছেন, তাদের চেয়ে বড় দেশপ্রেমিক দেশে আর কেউ নেই। তাঁরা যদি দেশপ্রেমিক না হন, তবে আমাদের দেশের প্রতি দেশপ্রেম দাবি করার অধিকার আমাদের কারও নেই।